Posts tagged ‘বিষ’

January 3, 2012

আত্মহত্যার হুমকী দিলেন খালেদা জিয়া

ইঁদুর মারার বিষ

পল্টন প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, নইলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে – এমন দাবি করেছেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পত্র লেখক শফিক রেহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে বাংলাদেশের প্রাণ ভোমরা। সাগরের তলে লুকিয়ে থাকা দৈত্যের মতো, অথবা আলাদীনের চেরাগের মতো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলেই বিএনপি সংসদে যাবে, খোকা স্কুলে যাবে, দাদু টয়লেটে যাবে, আমিনী মাদ্রাসায় যাবে।”

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে না আনলে বেগম খালেদা জিয়া নিজের প্রাণ বিসর্জন দিতে পারেন বলে জানান আতংকিত শফিক রেহমান। তিনি বলেন, “বেগম জিয়া প্রথমে ইঁদুর মারার অষুধ খাবেন, পরে তিনি সুইডাইড খাবেন এবং শেষে আত্মহত্যা করবেন। পর্যাক্রমে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। এ বিষয়ে তিনি আপোষহীন।” এ সময় শফিক রেহমান আতংকিত হয়ে উঠেন। আতংকিত হতে হতে তিনি চেয়ারে বসে পড়েন এবং এ প্রতিবেদকের দিকে তাকিয়ে থাকেন।

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলে হজ্জ্বে যাওয়ার ঘোষনা দিয়েছিলেন চিত্র নায়িকা ময়ূরী। সরকার যদি এ ব্যবস্থা ফিরিয়ে আনে, তাহলে আরো বেশি বেশি ঘোষনা আসার নিশ্চয়তা দেন শফিক রেহমান। বিএনপির নেতা-নেত্রীরা বিভিন্ন প্যাকেজে এসব ঘোষনা দেবেন বলে জানান তিনি।

সরকার পর্নোগ্রাফি উৎপাদন, বহন এবং সংরক্ষণ নিরোধক আইন প্রণয়ন করায় ধন্যবাদ জানিয়েছেন শফিক রেহমান। তিনি বলেন, “পর্নো কেবল দেখার বিষয় নয়, পড়ার বিষয়ও। এখন থেকে মানুষ ‘মৌচাকে ঢিল’ ম্যাগাজিন পড়বে আর চুপি চুপি টয়লেটে যাবে। কাউকে জেলে যেতে হবে না।” পর্নোগ্রাফি আইনে কেউ ১০ বছরের কারাদন্ড পেলে, তার জন্য মৌচাকে ঢিল সরবরাহ করার অনুরোধ করেন তিনি।